এসএম স্বপনঃ যশোর ও শার্শা উপজেলা থেকে তিনটি পৃথক অভিযানে ৯০ বোতল ফেনসিডিল ও ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা।

মঙ্গলবার (৫ জুলাই) ভোর রাত পর্যন্ত পৃথক তিনটি অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, শার্শা থানার কামারপাড়া মোড় এলাকার সেলিম উদ্দীনের ছেলে শরিফুল ইসলাম নয়ন (২২), পাকশিয়া গ্রামের মৃত নবাব আলী খাঁর ছেলে তাইজেল খাঁ (৩৩) ও গোগা গাজীপাড়ার মৃত শাহাজউদ্দীনের ছেলে আইজুল হোসেন (২৪)।

ডিবি পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, ডিবি যশোরের এসআই শফি আহমেদ রিয়েল সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা মাঠপাড়া গ্রামস্থ জনৈক মন্টার হাওয়ার গ্যারেজের সামনে যশোর টু বেনাপোল গামী পাকা রাস্তার উপর হইতে নয়নকে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।

উদ্ধারকৃত আলামতের মূল্য ৪৫ হাজার টাকা।

অপর এক অভিযানে, শার্শা থানার পাকশিয়া এলাকার শিমুলতলা মোড় টু খলিশাখালী গামী কাঁচা রাস্তার উপর হইতে তাইজেলকে ৫০ বোতল ফেনসিডিল সহ আটক করে।
উদ্ধারকৃত আলামতের মূল্য ১লক্ষ ৪৫ হাজার টাকা টাকা।

অন্যদিকে, ডিবি যশোরের এসআই আরিফুল ইসলামা সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকার পুলেরহাট টু রাজগনজ গামী সড়কের গোয়ালদাহ গ্রাম থেকে আইজুলকে ৪০ বোতল ফেনসিডিল সহ আটক করে।

উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৮০ হাজার টাকা।

এ সংক্রান্তে শার্শা ও কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের হয়েছে বলে জানান ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার।