জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ জুলাই ৪, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3469 বার
বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:-ময়মনসিংহের ভালুকা উপজেলার ২ নং মেদুয়ারী ইউনিয়নের নতুন ভোটারদের ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রানী। গত শনিবার সকাল ১০ টা থেকে তিন দিনব্যাপি নতুন ভোটারদের ছবি ও আঙুলের ছাপ দিচ্ছেন নতুন ভোটারা। উপজেলার নিঝুরী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে নতুন ভোটারা লম্বা লাইনে দাঁড়িয়ে ছবি ও আঙুলের ছাপ দিয়ে নতুন ভোটার তালিকায় অন্তরভূক্ত হচ্ছে। সোমবার সরেজমিনে ঘটনাস্থল গিয়ে দেখা যায় পুরুষ, মহিলা ও তালিকায় অন্তরভূক্ত নতুন ভোটার ছাত্র, ছাত্রীসহ লম্বা লাইনে দাঁড়ানো প্রায় ১২ শতাধিকের বেশি। ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভুক্তভোগী শিহাব জানান, এইযে দেখছেন আমাদের লম্বা লাইনটি সকাল ৮ থেকে টানা ১২টা পর্যন্ত দাঁড়িয়ে আছি,এখনো সিরিয়াল পাইনি। উপস্থিত সবাই বলছে এই দীর্ঘ লাইন এর শেষ কোথায় তা আমাদের জানা নেই। সমাপনী দিনে নতুন ভোটারদের ছবি ও আঙুলের ছাপ নেওয়ায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা আরিফুল ইসলাম,ক্যানিং অপারেটর মাজাহারুল ইসলাম, ইউপি সদস্য ফারুক হোসেন,গোলাম মোস্তফা ও মকবুল হোসেন প্রমুখ।