মোঃ মিল্টন কবীর (মিন্টু) কলারোয়া, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পৌরসভার আয়োজনে ও অগ্রগতি সংস্থার সহযোগীতায় বুধবার(২৯ জুন) বেলা ৪ টায় পৌরসভা মিলনায়তনে উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ। প্রধান অতিথি বক্তব্যে তিনি, পৌরসভার উন্নয়ন ও নিন্ম আয়ের জনগনের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সামাজিক নিরাপত্তার সাথে সাথে জবাবদিহি ও স্বচ্ছতার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তিনি পৌরসভার মান উন্নয়নে নাগরিক সেবা নিশ্চিত করতঃ স্থানীয় জনপ্রতিনিধি সহ পৌরবাসিকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। অধিবেশনের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য শেষে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল ২০২২-২৩ অর্থ বছরের ২৫ কোটি ৯ লাখ ৬২ হাজার ১৪৯ টাকা ৭৪ পয়সার বাজেট ঘোষনা করেন। বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস, উপজেলা আ'লী সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, আ'লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অধ্যাপক আব্দুল মজিদ, অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক, আ'লীগ নেতা ইউপি চেয়ারম্যান বেনজির হেসেন হেলাল, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্যাহ আমান, কপাই সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, পৌর কাউন্সিলর জিএম শফিউল আলম, কাউন্সিলর রফিকুল ইসলাম, পৌর সচিব তুষার কান্তি দাস, পৌর কাউন্সিলর যথাক্রমে ফারহানা হোসেন, শেখ জামিল হোসেন, আকিমুদ্দীন আকি, মেজবাহ উদ্দীন নিলু, সন্ধ্যা রানী বর্মন, দিতি খাতুন, ইমাদুল হক, আলফাজ হোসেন, আসাদুজ্জামান তুহিন, কপাই সভাপতি শেখ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, পৌর আ'লীগ সভাপতি আজিজুর রহমান, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক জাহাঙ্গীর কবির লিটন, জুলফিকার আলী, মোঃতরিকুল ইসলাম, কবি আজগর আলী, শিল্পী শিলা রানী হালদার, অবসরপ্রাপ্ত ব্যাংকার ছদরউদ্দীন, আ'লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, আ'লীগ নেতা মাস্টার সাহাদাৎ হোসেন সহ পৌর কর্মকর্তা, অগ্রগতি ও উত্তরন সংস্থার কর্মকর্তা, সূধিবৃন্দ ও পৌর নাগরিকবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর কর নির্ধারক নাজমুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.