বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকাতে মাদকদ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস -২০২২ পালিত হয়েছে। ২৬ জুন রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর উপজেলার আয়োজনে দিবসটি পালন উপলক্ষে মাদক বিরোধী র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে একটি র্যালী উপজেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এসে শেষ করে। বিদ্যালয়ের দশম শ্রেণির একশত জন শিক্ষার্থীকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।
এসময় উপস্থিত ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টুসহ উপজেলার জনপ্রশাসন কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ভালুকা মডেল থানাপুলিশ তদন্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভাপতিত্বে, ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন।
সবশেষে মাদকদ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধী রচনা প্রতিযোগিতায় পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.