নড়াইল প্রতিনিধিঃ স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নড়াইলে শনিবার (২৫জুন) সকালে শিল্পকলা একাডেমীতে শুরু হয় নানা অনুষ্ঠানের আয়োজন ।
জেলা প্রশাসন আয়োজনে এসময় পদ্মা সেতু থিম সং, উন্নয়ণমূলক আলোচনা ও সাংস্কিৃত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাওয়া ও জাজিরা পয়েন্ট থেকে প্রচারিত প্রধানমন্ত্রীর সেতুর উদ্বোধণী দৃশ্য বড় পর্দায় দেখানো হয়। র্যালী শুরুর পূর্বে বেলুন উড়িয়ে যাত্রা শুরু করা হয়। বর্নাঢ্য র্যালীটি শহরের বিভিন্ন রাস্তা প্রদিক্ষন করে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান,পুলিশ সুপার প্রবীর কুমার রায়,জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল,সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম,নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানাসহ নড়াইলের বিভিন্ন পর্যায়ের সরকারি, বে-সরকারি অফিসের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা ও রাজননৈতির ব্যাক্তিবর্গ। এছাড়া বিকেল সাড়ে ৩টায় জেলা প্রলিশের আয়োজনে পুলিশ লাইন্মের ড্রিল সেটে কেক কর্তন ও আলোচনাসভা শেষে একটি বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। এর নেতৃত্ব দেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় । সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় পুড়ানো হবে আতশবাজী, উড়ানো হবে ফানুস। রাতে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে সংগিত সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.