আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে চলমান যুদ্ধে ৮০ জন পোলিশ যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ক্রেমলিন। শনিবার (২৫ জুন) এক প্রতিবেদনে এখবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, 'ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার নির্ভুল হামলায় পোল্যান্ডোর ৮০ জন যোদ্ধা নিহত হয়েছে। কনস্টান্টিনোভকায় মেগাটেক্স জিংক কারখানায় সূক্ষ্ম হামলায় ভাড়াটে পোলিশ সেনা, ২০টি সাঁজোয়া যুদ্ধ যান এবং একাধিক রকেট লঞ্চার ধ্বংস হয়েছে'।
তবে রাশিয়ার এমন দাবির সত্যতা নিশ্চিত করেনি পোল্যান্ড ও ইউক্রেন।
রাশিয়া দাবি করে আসছে ইউক্রেনের পক্ষ হয়ে মধ্যপ্রাচ্যসহ কয়েক দেশের ভাড়াটে সেনা লড়াই করছে রুশ বাহিনীর বিরুদ্ধে। যদিও এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে কিয়েভ।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক কঠিন নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.