মোঃ মিল্টন কবীর কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলার ইউনিয়ন পরিষদের সদস্যগণের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় সোমবার (২০ জুন) ৩দিন ব্যাপি কোর্সের সমাপ্তি হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। বক্তব্যে ’স্থানীয় সরকার বিষয়ে প্রশিক্ষণ শেষে তিনি দূর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন কর্মসূচি পালনে ইউনিয়ন পরিষদ সদস্যগণদের আরো আন্তরিকতার সাথে জনসেবামূলক কাজ করার আহবান জানান। ১৮ জুন থেকে শুরু হওয়া তিন দিন ব্যাপী কোর্সের উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনআইএলজি’র পরিচালক(প্রশাসন) সমন্বয় মো: মনিরুজ্জামান। অবহিতকরণ কোর্সের প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রকৌশলী নাজিমল হক, সমাজ সেবা কর্মকর্তা নূরে আলম নাহিদ, হিসাব রক্ষণ অফিসার তুহিন আক্তার, সহকারী প্রোগ্রামার(এপি) মোতাহার হোসেন। এ সময় কোর্স কার্যক্রমের সহযোগীতা করেন উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা সাদ্দাম হোসেন ও আব: মান্নান। সমাপনী অনুষ্ঠানে উপজেলার ১০ টি ইউনিয়নের ১২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইউপি সদস্যগণের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.