আব্দুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টার : ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধনী আয়োজনে মেতে উঠতে শার্শা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শুরু হয়েছে প্রস্তুতি। ওইদিন বিকেলে বাগআঁচড়া থেকে বের হবে আনন্দ র্যালি নাভারন হয়ে বেনাপোলে মহাসমাবেশ স্থলে পৌছাবে ৷ গোটা অনুষ্ঠানে দশ সহস্রাধিক নেতাকর্মীর সমাবেশ ঘটাতে কাজ করে চলছে তৃনমূলের নেতাকর্মীরা। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু এ কথা জানান।
এ লক্ষ্যে রবিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু'র ব্যক্তিগত কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কওসার আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ মোরাদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, আসাদুজ্জামান বাবলু, যুবলীগের সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান সোহারাব হোসেন, শার্শা সদর ইউনিয়ন চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা প্রমুখ ৷
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু জানান, মহাসমাবেশে ১০সহস্রাধিক মানুষের সমাগম ঘটানো হবে ৷
তাছাড়াও র্যালিকে বর্ণাঢ্য করতে রং বেরংয়ের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড ব্যবহার হরা হবে। প্রতিটা গ্রাম—ওয়ার্ডকে র্যালিতে অংশ নেয়ার আহবান জানান তিনি।
এদিকে ২৩ জুন দলীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহা ধুমধামের সাথে পালন করতে আহবান জানান তিনি ৷
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.