ডেস্ক রিপোর্ট : দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৯৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৬ হাজার ৩২৭ জনে। এদিন শনাক্তের হার ৭ দশমিক ৩৮ শতাংশ। একই সময়ে নতুন করে করোনায় আর কেউ মৃত্যুবরণ করেনি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত থাকল। রবিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার (১৮ জুন) ৩০৪ জনে দেহে করোনা শনাক্ত হয়েছে।
এদিকে বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০৬ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ৪০ হাজার ১৯৯ জনে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৩ হাজার ২১৬ জন। এতে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ কোটি ৪০ লাখ ৪০ হাজার ৪৩ জন। রবিবার (১৯ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগে গতকাল (শনিবার) এক হাজার ৪৯ জনের মৃত্যু এবং ৪ লাখ ৯১ হাজার ৭৪৩ জন আক্রান্ত হয়েছিলেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে সবচেয়ে বেশি ৮০ হাজার ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি ১৮১ জন মারা গেছেন তাইওয়ানে। এ ছাড়া ব্রাজিলে মারা গেছেন ৯৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১২৭ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৪৯ জন এবং মারা গেছেন ২৪ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৮২ জন।
এদিকে উত্তর কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৭০ জন এবং মারা গেছেন ৭৩ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯৭১ জন এবং মারা গেছেন ৪৫ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৭৭৯ জন এবং মারা গেছেন ২৩ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৯২৭ জন এবং মারা গেছেন ৬৪ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৭৮ জন এবং মারা গেছেন ৩২ জন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.