নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে শিশুবিবাহ প্রতিরোধে কিশোর কিশোরীদের ইউ রিপোর্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী শিশু বিবাহ বন্ধে এই কর্মশালা ইউনিসেফ এর অর্থায়নে এবং এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর বাস্তবায়নে আয়োাজন করা হয়। সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করেন এসিডির উপজেলা সমন্বয়কারী হুমায়ুন কবির এবং প্রোগ্রাম অফিসার এনামুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক নুরতাজ আলম।
উক্ত আলোচনা সভায় ইউ রিপোর্ট এর প্রেক্ষাপট,শিশু বিবাহ প্রতিরোধে ইউ রিপোটারদের ভুমিকা, যৌন শোষন ও নিযাতন, শিশু বিবাহ, শিশু বিবাহের কারণ, কুফল ও কিশোর কিশোরীদের শিশু বিবাহ প্রতিরোধে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে বাস্তব সম্মত কর্মপরিকল্পনা তৈরী সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারী কিশোর কিশোরীরা শিশুবিবাহ বন্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। উক্ত কর্মশালায় শ্যামপুর, বিনোদপুর, মনাকষা ও দুর্লভপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা কিশোর কিশোরী ফোরামের সদস্যবৃন্দ অংশগ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.