আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের মে মাসে ভারতের বাণিজ্য ঘাটতি বেড়েছে। অর্থাৎ রপ্তানির চেয়ে আমদানি বেশি হয়েছে। জানা গেছে, এসময়ে দেশটির বাণিজ্য ঘাটতি বেড়ে এক বছর আগের তুলনায় প্রায় আড়াই হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। বুধবার (১৫ জুন) দেশটির সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর দ্য ইকোনমিক টাইমসের।
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় এ ঘাটতি তৈরি হয়েছে। বছরভিত্তিতে আমদানি ৬২ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ছয় হাজার তিনশ কোটি ডলারের বেশিতে দাঁড়িয়েছে। অন্যদিকে রপ্তানি ২০ দশমিক ৫৫ শতাংশ বেড়ে প্রায় চার হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে।
তাছাড়া মে মাসে ভরতের মার্চেন্ডাইজ রপ্তানি ২০ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ৩৮ দশমিক ৯৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এক্ষেত্রে আমদানি ৬২ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ৬৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ২০২১ সালের মে মাসে দেশটির বাণিজ্য ঘাটতি ছিল মাত্র সাড়ে ছয়শ কোটি ডলার।
চলমান অর্থবছরের প্রথম দুই মাসে ভারতের বাণিজ্য ঘাটতি বেড়ে ৪৪ দশমিক ৬৯ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২১ দশমিক ৮২ বিলিয়ন ডলার।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.