সাঈদ ইবনে হানিফ : ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে যশোরের বসুন্দিয়ায় ঈমাম পরিষদের উদ্ব্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল বার (১৪ জুন ২০২২ইং) বাদ আছর বসুন্দিয়া মোড় কেন্দ্রীয় মসজিদ সহ ইউনিয়নের বিভিন্ন মসজিদের ধর্মপ্রাণ মুসুল্লিরা ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন জিন্দাল এর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন, বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নবীন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে সেদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরপর বিষয় টি ছড়িয়ে পড়ে গোটা পৃথিবীতে। বসুন্দিয়া ঈমাম পরিষদের নেতৃবৃন্দ বলেন, ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়ই মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে আমরা এর তীব্র নিন্দাজ্ঞাপন করছি। পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে।
বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা যে মন্তব্য করেছে তা ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ভারত সরকারের এ কর্মকাণ্ডের নিন্দা জানাতে হবে এবং ভারতের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে।
বসুন্দিয়া ইউনিয়ন ঈমাম পরিষদের সভাপতি হাফেজ মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, বসুন্দিয়া ইউনিয়ন ঈমাম পরিষদের সাধারন সম্পাদক মাওলানা শাহ আলম, বসুন্দিয়া মোড় কেন্দ্রীয় মসজিদের ঈমাম মাওলানা আব্দুর রশিদ, সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মাওলানা রফিকুল ইসলাম খান প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.