ডেস্ক রিপোর্ট : দেশে আবারো করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী। একদিনে সংক্রমণে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ফের দেড়শ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় সারাদেশে ৪ হাজার ৫৫২টি নমুনা পরীক্ষা নতুন করে ১৬২ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের নিয়ে সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৪০৫ জনে।
তবে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে কারও মৃত্যু হয়নি। তাই সারাদেশে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩১ জনে অপরিবর্তিত থাকলো। গত একদিনে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৫৬ শতাংশ। এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৪১৬ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.