গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৩নং খনগাঁও ইউনিয়নের শিমুলবাড়ী বাজারে গাছ তলায় বসে দীর্ঘ ৩০ বছর ধরে নাপিতের কাজ করে যাচ্ছেন হরিমহন শীল।
জানা যায়, হরিমহন শীল ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়নের মহেশালী গ্রামের স্থায়ী বাসিন্দা।তিনি দীর্ঘ ৩০ বছর ধরে প্রাচীন ঐতিহ্য নিয়ে আজো গাছ তলায় বসে নরসুন্দর ও শীলের কাজ করে যাচ্ছেন হরিমহন শীল।হরিমহন শীল একজন সৎ ন্যায় নীতি বান ব্যাক্তি। জীবন জীবিকা নির্বাহ করার তাগিদে প্রতিদিন ছুটে আসেন শিমুলবাড়ী বাজারে, সে এসেই তিনি বসে পড়েন একটি খাট নিয়ে চুল কাটা ও দাঁড়ি সেভ করার জন্য। হরিমহন খুব যত্নের সাথে কাজ করেন বলে তার তার কাছে চুল কাটা দাড়ি সেভের জন্য অনেকে অপেক্ষা করে বসে থাকেন।
এবিষয়ে হরিমহন শীলের সাথে কথা হলে তিনি সাংবাদিক বলেন আমি দীর্ঘ ৩০ বছর নাপিতের কাজ করে অতিবাহিত করছি ৩০ বছর শিমুলবাড়ী বাজারে। এখানে কাজ করে যা পাই তাই দিয়ে সংসারের খরচ চালাই।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.