নিজস্ব প্রতিবেদক : শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শিবগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিব খান। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান, ইভিএম এক্সপার্ট ও নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম, রিটার্নিং কর্মকর্তা তাসিনুর রহমান, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী যোবায়ের আহমেদ সহ অন্যরা।
প্রশিক্ষনে কানসাট ইউপি নির্বাচনে দ্বায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা, সহ-সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তাসহ উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোট গ্রহণ কর্মকর্তাদের ইভিএম সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দেন জেলা নির্বাচন কর্মকর্তা।
প্রধান অতিথি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) একটি স্বচ্ছ এবং নির্ভরযোগ্য যন্ত্র। এখানে কোন অবস্থাতেই ইচ্ছেমত ফলাফল তৈরির সুযোগ নেই।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.