নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে জরুরিভিত্তিতে রাত ৩টা ২০ মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘শুক্রবার রাত ২টা ৫৫ মিনিটে ম্যাডামকে নিয়ে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় এবং ৩টা ২০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করছেন।’
হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন।
ফুসফুস জটিলতা, ডায়াবেটিস, চোখের সমস্যা, লিভার সিরোসিসসহ নানা রোগে ভুগছেন খালেদা জিয়া। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার কর্তৃক দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে থেকে ছয় মাসের জন্য মুক্তি পান। এরপর থেকে খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় থাকেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.