খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ জুন ৯, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 10672 বার
শালিখা(মাগুরা)প্রতিনিধিঃ শালিখাতে দক্ষিণ পশ্চিমাঞ্চালীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপন প্রকল্প-(২য় পর্যায়) মধুখালী পানি ব্যবস্থাপনা দল এর ব্রি ধান-৮৯ এর “মাঠ দিবস” ৮ জুন বুধবার বিকাল ৪ টায় মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন পানি ব্যবস্থাপনা দলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা। প্রধান আতিথি ছিলেন কৃষিবিদ ড.হায়াত মাহামুদ ডিডি কৃষি সম্প্রসরণ অধিদপ্তর মাগুরা। সিএফ মোঃ মোছয়াবুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মোশাররফ হোসেন প্রশিক্ষক মাগুরা,মোঃ আলমগীর হোসেন শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা।এ সময় উপস্থিত ছিলেন সঞ্জয় হালদার এসএপিপিও, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী, মন্জু সরকার ডাব্লুএমও মনিটর, সিএফ সুব্রত কুমার ঘোষ, স্বরসতী বিশ্বাস, রবিউল ইসলাম, সুব্রত কুমার কুন্ডু ও আরিফুল ইসলাম। কর্মকর্তারা ধানের জাত চিনে উন্নত ধান ও সময়মতো সঠিক নিয়মে চাষের পরামর্শ দেন। পানি উন্নয়ন বোর্ডের এ প্রকল্পের কারিগরি সহযোগিতা প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।এ সময় মহর আলী, জায়েদা খাতুন ও জিল্লুর রহমান এ তিন কৃষক-কৃষাণিকে পুরস্কৃত করা হয়।