বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বগাজান গ্রামের কুট ভিটা নামক স্থানে অবস্থিত (১২ নম্বর) সিপিতে বয়লার মুরগীর লিটারের দুর্গন্ধে দূষিত বাতাস ছড়িয়ে এলাকার শিশু কিশোররা প্রতিনিয়ত ডায়রিয়া ও কলেরা রোগে আক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ উঠেছে এলাকায়। এছাড়াও উপজেলার বেশ কয়েকটি এলাকায় গড়ে তুলেছে সিপি বয়লার মুরগীর ফার্ম হাউস। এসব ফার্ম হাউস থেকে প্রতিনিয়ত বের হচ্ছে লিটার এবং লিটার বোঝাইকৃত লরি গাড়ি থেকে রাস্তায় রাস্তায় গাড়ি থেকে ঝাঁকিতে লিটার পরে বাতাসে দুর্গন্ধে রোগে আক্রান্ত হয়ে পড়ছে অসংখ্য মানুষ।
গত ০৮জুন বুধবার সরজমিনে ঘুরে জানান যায়, পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র আনা হয়, সিপির ভিতরেই নিষ্কাশন করবেন। অথচ নিষ্কাশনতো দূরের কথা প্রতিনিয়তই বাহিরে লিটার ছড়াছড়ি করে যাচ্ছে তারা। যদিও তাদের ভিতরে নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে তবুও নিষ্কাশন করছেন না। এদিকে সিপির আশপাশের একশতাধিক লোকজন জানান, জনবল কাঠামোসহ নানা রোগের সংকটে উপজেলার বেশ কয়েকটি এলাকায় এ সিপির বয়লার মুরগীর লিটারের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এলাকার প্রতিদিন লিটারের দুর্গন্ধ অপসারণের কার্যকর কোনো ব্যবস্থা গড়ে না ওঠায় দুর্গন্ধে বাতাস দূষিত হয়ে পড়ছে। চলতি বর্ষা মৌসুমে গত কয়েকদিনের টানা বর্ষণে জমে থাকা লিটার যত্রতত্র ছড়াছড়ি করায় দুর্গন্ধ গ্রাম ও বাজারের মানুষ, শিক্ষার্থী, ব্যবসা প্রতিষ্ঠানসহ-পাশাপাশি সিপি সংলগ্ন জিটি এল নামক একটি গার্মেন্টস রয়েছে ওই গার্মেন্টসে প্রায় ২০ হাজার পোশাক শ্রমিকরাসহ ভোগান্তির শিকার হচ্ছেন। এমনকি আরও জানা যায়, সিপি সংলগ্ন আব্দুল বারি মিয়া জানান, বেশকিছু দিন পূর্বে সিপির পশ্চিম পাশে সিপি সংলগ্ন মাফিজ উদ্দিনের একটি তিন বছরের ছেলে বাচ্চা, লিটারের দুর্গন্ধে ডায়রিয়া-কলেরায় আক্রান্ত হয়ে মারা যান। এ ব্যাপারে সিপিতে কর্মরত ম্যানেজমেন্টের দায়িত্বপ্রাপ্ত আব্দুল হাই জানান, আমাদের সিপির ভিতরে একটি পার্সেন্ট লিটার বায়োগ্যাসে ব্যবহার করা হয়। বাকি টু পার্সোনাল লিটার সরকারদলীয় যুবলীগ নেতা মনোয়ার হোসেন রবিন এর নেতৃত্বে এ লিটার গুলো বাহিরে বের করা হয়।
এব্যাপারে মনোয়ার হোসেন রবীন এর বক্তব্য নেওয়ার জন্য বারবার ফোন দিলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের মোবাইলে ফোন দিলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.