শালিখা,মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখায় উপজেলা-সদর আড়পাড়া আল-হেরা (প্রা:) হাসপাতালে ভুল অপারেশনে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নির্জলা হত্যার সুষ্ঠ বিচার, হত্যাকারীদের ফাঁসির দাবীত ও ১ নং আসামী কারিমুন্নেছার জামিন বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামবাসীর আয়োজনে উপজেলা পরিষদের সম্মুখে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি নির্মল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মুন্সি আবু হানিফ, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক নওয়াব আলী, শালিখা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহীদুজ্জামান চাঁদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত জনসাধারণসহ পাঁচ শতাধিক লোক উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, নির্জলা হত্যার তিন দিন না পেরোতেই আসামি জামিন পেলেন এটি অত্যন্ত নিন্দাজনক কাজ পাশাপাশি এ ঘটনায় জড়িত দোষীদের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। নিহত নির্জলার বাবা নাজমুল মোল্লা বলেন, আমার মেয়েকে স্বেচ্ছাচারীতোভাবে হত্যা করেছে আড়পাড়া আল-হেরা প্রাইভেট হাসপাতালের পরিচালক বাচ্চু এবং তার সহযোগিরা। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি আমার মত আর যেন কোন বাবা-মায়ের কোল খালি না হয় এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তর কে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।উল্লেখ্য এ ঘটনায় জড়িত ১ নং আসামী কারিমুন্নেছার জামিন পাওয়ায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে এলাকাটিতে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.