এসএম স্বপনঃ যশোর-১ শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপির আশ্বাসে বেনাপোলে ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির ডাকা লাগাতার কর্ম বিরতি প্রত্যাহার করেছে ট্রান্সপোর্ট মালিক সমিতি।
আজ (৮ জুন) বুধবার বেলা ১২ টার সময় এ কর্মবিরতি প্রত্যাহার করা হয়।
তার ফলে বন্দর থেকে পণ্য খালাসের কাজ স্বাভাবিক হয়েছে। ট্রাক ড্রাইভাররা পণ্য লোড করে নির্দিষ্ট গন্তব্যে পাড়ি দিচ্ছেন।
সূত্রে জানা যায়, জুন মাসের বাজেট ও পদ্মা সেতু উদ্ভোধনের বিষয়টিকে গুরত্ব দিয়ে হরতাল প্রত্যাহার করেন তারা।
উল্লেখ্য, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারের প্রত্যাহারসহ ৩ দফা দাবিতে আজ সকাল থেকে বন্দরের সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় বেনাপোলে ট্রান্সপোর্ট মালিক সমিতি। ফলে ট্রাক ড্রাইভাররা বন্দর থেকে পণ্য পরিবহন বন্ধ করে দেয়। এরই মধ্যে ট্রান্সপোর্ট মালিক সমিতির নেতাদের সাথে স্থানীয় সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল রাজনৈতিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে ফলপ্রসু বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করা হয়। বন্দরের সব অব্যবস্থাপনা রোধে এমপি শেখ আফিল উদ্দিন ব্যবস্থা নেবেন বলে তাদেরকে আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.