শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় উপজেলা সদর আড়পাড়া বাজারের অবৈধ আল-হেরা প্রাইভেট হাসপাতালে ভুল অপারেশনে নির্জলা খাতুন (১৩) নামে এক শিক্ষার্থী মৃত্যুর সুষ্ঠু বিচার দাবিতে উপজেলার কুমারকোটা দাখিল মাদ্রাসার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহত নির্জলা কুমারকোটা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও পুকুরিয়া গ্রামের নাজমুল মোল্লার মেয়ে। আজ সোমবার সকাল ১১ টায় কুমারকোটা দাখিল মাদ্রাসার সম্মুখে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সুপার কেনায়েত আলী, সহকারী সুপার জুলফিকার আলী, সহকারী শিক্ষক সনত কুমারসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এ সময় কেনায়েত আলী বলেন, আল-হেরা প্রাইভেট হাসপাতাল একটি অবৈধ প্রতিষ্ঠান যেখানে ভুল অপারেশনে আমার মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়। আমি এই ঘটনায় জড়িত দোষীদের বিচার দাবি করছি পাশাপাশি নির্জলার মত আর যেন কোন মেধাবী শিক্ষার্থী এভাবে অকাল মৃত্যুর শিকার না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। উল্লেখ্য গত রোববার সকালে আলহেরা প্রাইভেট হাসপাতালে ভুল অপারেশনের মাধ্যমে নির্জলার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.