আন্তর্জাতিক ডেস্ক : মাত্র দুই ঘণ্টার ঝড়ে একরকম বিধ্বস্ত ভারতের রাজধানী দিল্লি। ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে ঐতিহ্যবাহী জামে মসজিদের চূড়া। এতে মৃত্যু হয়েছে দুইজনের। সোমবার (৩০ মে) স্থানীয় সময় সকাল থেকেই দিল্লির তাপমাত্রা বাড়তে থাকে। একসময় তা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। সঙ্গে ছিল অস্বস্তিকর আর্দ্রতা। বেলা আড়াইটার দিকে হঠাৎই সেই তাপমাত্রা কমে শুরু হয় ঝড়। এর কিছুক্ষণের মধ্যেই নামে বৃষ্টি। হঠাৎ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড হয় দিল্লির রাস্তা। একাধিক জায়গায় গাছ উল্টে যায়। এই ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাব্দীপ্রাচীন জামে মসজিদ। মসজিদের মূল ডোমের ওপরের শিখর ভেঙে পড়েছে। খসে পড়েছে কয়েকটি পাথরও।
এ ঘটনায় তিনজন আহত হয়েছে বলে জানিয়েছেন শাহি মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি। তিনি জানান, ভারতের প্রত্নতত্ত্ব বিভাগকে মেরামতের জন্য খবর দেওয়া হয়েছে। জামে মসজিদ যখন তৈরি হয়েছিল, তখনই তৈরি হয়েছিল মাঝের ডোমের ওপর ওই শিখর। প্রায় দশ-বারো ফুটের সেই চূড়াটি ঝড়ে তিন টুকরো হয়ে যায়। প্রথম দুইটি অংশ নিচে পড়ে যায়। একটি অংশ এখনও ডোমের সঙ্গেই ঝুলছে।
শাহি ইমামের বক্তব্য, একমাত্র প্রত্নতত্ত্ব বিভাগই ওই ডোমের সংস্কার করতে পারবে। এর আগে অন্য একটি ঝড়ে মসজিদের আরও একটি ডোম ক্ষতিগ্রস্ত হয়েছিল। উত্তর দিল্লির আঙ্গুরি বাগে ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ফুটপাতবাসী ওই বৃদ্ধ গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন। ওই গাছ ভেঙেই তার মৃত্যু হয়। অন্য মৃত্যুর ঘটনাটি ঘটেছে জামে মসজিদের কাছে। সেখানে একটি ব্যালকনি ভেঙে আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।সূত্র-ডয়েচে ভেলে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.