খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ জুন ১, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 9906 বার
শালিখা মাগুরা প্রতিনিধিঃ শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতার এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় জাতীয় মহিলা সংস্থা তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের(২য় পর্যায়) আওতায় বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ২নং তালখড়ি ইউনিয়নের ছান্দড়া গ্রামে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মুকুল রন্জন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা বিথী মন্ডল। এছাড়াও ঐ এলাকার অর্ধশতাধিক মহিলা উপস্থিত ছিলেন। এসময় সভাপতির বক্তব্যে তারিফ-উল হাসান বলেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার বিশেষ করে নারীদের ক্ষমতায়নের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। তথ্য আপা প্রকল্প নারীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সেবা প্রদানের মাধ্যমে তাদের ক্ষমতাকে আরো ত্বরান্বিত করবে।