এস এম মহিদার রহমান, সাতক্ষীরা : আসন্ন জাতীয় বাজেটে সাতক্ষীরা জেলায় পূর্ণাঙ্গ পাবলিক বিশ^ বিদ্যালয় ও রেললাইনসহ বিভিন্ন দাবীতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১ টায় শহরের জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর সম্মেলন কক্ষে ‘সমৃদ্ধ সাতক্ষীরা, পাবলিক বিদ্যালয় বাস্তবায়ন মঞ্চ, বাংলাদেশ জাসদ’র যৌথ আয়োজনে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালামের সভাপতিত্বে ও বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন মঞ্চের সমন্বয়ক এড কাজী আব্দুল্লাহ আল হাবিব, বাংলাদেশ জাসদ জেলা সহসভাপতি দেবাশীষ দাস, জাসদ নেতা দিদারুল আলম হেলাল, কলারোয়া জাসদ সভাপতি সহিদুল ইসলাম, আরশাদ, গণফোরাম জেলা সভাপতি আলী নুর খান বাবুল,মোনায়েম সরদার, জর্জকোর্ট আইনজীবী ওসুজনের সাংগঠনিক সম্পাদক এ বি,এম সেলিম, ন্যাপ সভাপতি হায়দার আলী শান্ত, তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহীন, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আবদুস সামাদ পরিবেশ কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান ।
এ সময় বক্তব্য রাখেন আলী নূর খান বাবলু, এ্যাড এ বি এম সেলিম, এ্যাড কাজী আব্দুল্লাহ আল হাবিব সহ আরো অনেকে। এ সময় বক্তারা তাদের দাবী তুলে ধরে বলেন, আমরা সমতা ভিত্তিক উন্নয়ন চাই, জেলা ভিত্তিক বাজেট চাই। কৃষি ভিত্তিক শিল্প জোন গড়ে তোলার কার্যকর বাজেট সহ সাতক্ষীরা জেলার জন্য ১০ হাজার কোটি টাকার বরাদ্ধ, রেললাইন, পর্যটনকেন্দ্র এবং পাবলিক বিশ^ বিদ্যালয় প্রতিষ্ঠার বাজেট চাই। পাশাপাশি তারা আরো দাবী করে বলেন, কমপক্ষে ২ লক্ষ যুবকের কর্মসংস্থান, পরিকল্পিতভাবে নদী, খান খনন ও সমৃদ্ধ জীবন ব্যবস্থা ও জনকল্যাণমুখী শিক্ষা ও স্বাস্থ্য সেবা সহ মোট ১৯টি দাবী পেশ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.