আন্তর্জাতিক ডেস্ক : সারাবিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৭৬৩ জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ১১ হাজার ৫৮৬ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৯৯১ জন। এতে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ কোটি ১৮ লাখ ৮৫ হাজার ১০২ জনে। মঙ্গলবার (৩১ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭১০ জন এবং মৃত্যু হয়েছে ১ জনের। একই সময়ে তাইওয়ানে সর্বোচ্চ ১০৯ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ১০৩ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪০৬ জন এবং মৃত্যু হয়েছে ৮৭ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৭ জন এবং শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৬৫ জনের। ইতালিতে আক্রান্ত ৭ হাজার ৫৩৭ জন এবং মৃত ৬২ জন। রাশিয়ায় আক্রান্ত ৩ হাজার ৮০১ জন এবং মৃত্যু ৭৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৬ হাজার ১৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের। ফ্রান্সে মৃত ৮৫ জন এবং আক্রান্ত ৪ হাজার ৬৭৩ জন। ব্রাজিলে মৃত ৭২ জন এবং আক্রান্ত ২৪ হাজার ৮২ জন। অস্ট্রেলিয়ায় মৃত ১০ জন এবং আক্রান্ত ২৬ হাজার ৬০৪ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.