শার্শা অফিস : শার্শা উপজেলার ৫টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পুলিশের সহযোগিতায় যৌথ অভিযানে এসব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।
যতদিন কাগজপত্র দেখাতে না পারবে ততদিন পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। বন্ধ হওয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা প্রতিষ্ঠানগুলো হলো- বেনাপোল স্টার ডায়াগনষ্টিক সেন্টার, মুক্তিযোদ্ধা ডায়াগনস্টিক সেন্টার, সেবা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, বুরুজ বাগান জেনারেল হাসপাতাল এবং বাগাআচড়ায় আল-মদিনা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। অভিযানে পুলিশ ও শার্শার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা অংশ নেয়।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ডা. ইউসুফ আলী জানান, অনুমোদনহীন বা লাইন্সেস না থাকায় স্বাস্থ্য বিভাগের দেশ ব্যাপি যৌথ অভিযানে সকল জেলা উপজেলার অনুমোদনহীন বেসরকারী অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেরাটার সিলগালা করা হচ্ছে। শার্শা উপজেলায় শনিবার সকালে ও বিকালে মোট ৫টি অনুমোদনহীন বেসরকারী অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেরাটার সিলগালা করা হয়েছে । এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.