ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ১৬ জন পকেটমারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ঝিনাইদহ শহরের জজকোর্টের সামনে থেকে ২টি মাইক্রোবাস থেকে তাদেরকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে ১০ টি চোরাই মোবাইল ফোন ৬১ হাজার ৪শ’ টাকা উদ্ধারসহ মাইক্রোবাস ২টিও জব্দ করা হয়।
আটককৃতরা শনিবার ডাকাবাংলা আব্দুর রউফ ডিগ্রী কলেজ মাঠে বিএনপির সম্মেলন থেকে লোকজনের পকেট মেরে মাদারীপুর শম্ভু মেলার উদ্দেশ্যে যাচ্ছিল। আজ সকালে প্রেস ব্রিফিংএ এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলো-খুলনা সদরের হাফেজ উদ্দীনের ছেলে বাদল হাওলাদার (৫০), লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০), চাঁন্দু সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০), রুপসা থানার জজ আলী শেখের ছেলে ইসহাক শেখ (৫০), মজিদ গাজীর ছেলে মনির গাজী (৪৪), ফুলতলার আব্দুল গফুর মোল্লার ছেলে ওমর ফারুক মোল্লা (২৫), বটিয়াঘাটার আব্দুর রহমানের ছেলে বিল্লাল হোসেন (৩২), নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার দুলাল চন্দ্র দে’র ছেলে রতন চন্দ্র দে (৩৭), আবুল কালামের ছেলে রাসেল (২৪), সিদ্ধিরগঞ্জ উপজেলার মুধু মিয়ার ছেলে শাহিন (২৫), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নিজাম উদ্দনের ছেলে রুবেল খা (২২), সিলেটের দক্ষীন সুরমা উপজেলার আব্দুল শহিদ’রর ছেলে গুলজার আহম্মেদ (২৬), কুমিল্লার দাউদকান্দি উপজেলার আবুল হোনের ছেলে আব্দুল হালিম (৫৫), শরীয়তপুরের গোসাইর হাট উপজেলার আব্দুল সামাদ আলীর ছেলে শওকত আলী (৫০), বাগেরহাট সদরের আব্বাস শেখের ছেলে জুয়েল শেখ (২৮) ও মকলেস শেখের ছেলে মুরাদ শেখ (২৬)।প্রেস ব্রিফিংএ উপস্থিত ছিলেন, ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ (প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল (সদর), সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.