জাতীয় সংবাদ, রাজনীতি | তারিখঃ মে ২৬, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 88607 বার
নিজস্ব প্রতিবেদক : পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় প্রবেশের চেষ্টা করলে, ছাত্রলীগের ধাওয়া খেয়ে পিছু হটে ছাত্রদল।
২৬ মে (বৃহস্পতিবার) সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে (কলেজ ও বিশ্ববিদ্যালয়) বিক্ষোভ সমাবেশ ডাকে ছাত্রদল।
কর্মসূচি অনুযায়ী ছাত্রদল হাইকোর্ট-কার্জন হল হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় প্রবেশের চেষ্টা করে ছাত্রদল। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ছাত্রলীগ অবস্থান নেয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাত্রদল তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করতে হাইকোর্ট-কার্জন হয়ে প্রবেশের চেষ্টা করলে প্রবেশমুখেই ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। এক পর্যায়ে ছাত্রলীগের ধাওয়া খেয়ে পিছু হটে হাইকোর্টে অবস্থান নেয় ছাত্রদল। দুই দলের নেতাকর্মীদের হাতে লাঠি, হকিস্টিক, রডও দেখা যায়।
গত মঙ্গলবার (২৩ মে) ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনার জের ধরে ছাত্রদলের ডাকা বিক্ষোভ কর্মসূচি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। আজ সকাল থেকেই ছাত্রদলকে প্রতিহত করার জন্য লাঠিসোটা হাতে পুরো ক্যাম্পাসে মহড়া দিতে দেখা গেছে বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের। এসময় তাদের ছাত্রদলের বিরুদ্ধে উত্তপ্ত স্লোগান দিতেও শোনা যায়।
এদিকে যেকোনো মূল্যে এই কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে ছাত্রদল। বুধবার (২৫ মে) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদলের সদস্যসচিব আমানউল্লাহ আমান বলেছেন, তারা (ছাত্রলীগ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরাও ছাত্র। অতএব তাদের ক্যাম্পাসে অবস্থানের যতটুকু অধিকার, আমাদেরও ঠিক ততটুকুই অধিকার।