খুলনা বিভাগ, জেলার খবর, নড়াইল | তারিখঃ মে ২৪, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3266 বার
নড়াইল প্রতিনিধি ॥ নড়াইল সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, এলএসডি) তরুণ বালার বিদায় সংবর্ধনা ও নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, এলএসডি) অভিষেক বিশ্বাসের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতি ও খাদ্য পরিদর্শক নড়াইল ইউনিটের আয়োজনে শহরের হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি পার্কে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি মো: আব্দুল মান্নানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য কর্মকর্তা অর্ণিবান ভদ্র, সহকারি কমিশনার (ভূমি) মো: রুহুল কুদ্দুস, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা ও বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি খুলনা বিভাগের সহ-সভাপতি মো: মনিরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, খাদ্য কর্মকর্তা রবিউল ইসলাম রবি,মো: মিকাইল হোসেন, জেলা রাইচ মিল মালিক সমিতির সাধারন সম্পাদক মো: মিঠু মোল্যাসহ খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও রাইচ মিল মালিকগণ। বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, এলএসডি) তরুণ বালার সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরুপ খাদ্য বিভাগের এবং রাইচ মিল মালিক সমিতির পক্ষ থেকে ক্রেষ্টসহ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।ক্রেষ্ট ও উপহার সামগ্রী গ্রহণের সময় নড়াইলে কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন স্মৃতিচারণ তুলে ধরেন তিনি।