নড়াইল প্রতিনিধি : নড়াইলে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে “নজরুল জয়ন্তী এবং বাংলাদেশের সাংস্কৃতিক পর্যটন উন্নয়ন” শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০মে) রাতে কালিয়া উপজেলার পানিপাড়া অরুনিমা গল্ফ ক্লাবের এস এম সুলতান সেমিনার কক্ষে ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর আয়োজনে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য র,আ,ম, উবায়দুল মোকতাদির চৌধুরী। এসময় নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, মাগুরার জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি খবির উদ্দিন আহম্মেদ, কালিয়া উপজেলা ভুমি কর্মকর্তা জহিরুল ইসলাম, নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা, অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের এমডি ইরফান আহমেদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর কর্মকর্তাগন, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় সংগীত পরিবেশন করেন দেশবরেণ্য নজরুল সংগীত শিল্পী সম্পা দাস।

এদিকে শনিবার নড়াইল পৌরসভা এলাকায় অবস্থিত হাটবাড়িয়া ডিসিপার্ক পরিদর্শন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য র,আ,ম,উবায়দুল মোকতাদির চৌধুরী। বেলা ১১ টারদিকে তিনি পার্কের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।