স্বপন বিশ্বাস শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় ১৪ বছর ২ মাস সাজাপ্রাপ্ত দুজন আসামী কে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় শালিখা থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান করেন শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশারুল ইসলাম। আসামিরা হলেন উপজেলার তালখড়ি ইউনিয়নের ফারুক হোসেন (৩৫) ও কামাল হোসেন (২৫)। তারা উভয়ই ছান্দড়া গ্রামের ইসরাইল মোল্লার ছেলে। তাদেরকে ২০১৩ সালে নাশকতা ও একাধিক মামলায় বিভিন্ন ধারায় পৃথকভাবে ১৪ বছর দুই মাস করে সাজা প্রদান করা হয়। গতকাল বুধবার এক গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশারুল ইসলামের নেতৃত্বে এসআই লালটু, পিএসআই মনজুরুল, মাসুম বিল্লা, এ এস আই বাশার, জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মাগুরার সদর থানাধীন জেনারস স্কুলের সামনে থেকে ও ইছাখাদা বাজার থেকে সাজা গ্রেপ্তারি পরোয়ানা মূলে তাদের গ্রেপ্তার করা হয়। শালিখা থানা অফিসার ইনচার্জ ওসি বিশারুল ইসলাম জানান, আসামি ফারুক হোসেন মাগুরা জেলা ছাত্রশিবিরের সভাপতি। তার নামে শালিখা থানায় সমসাময়িক নাশকতামূলক আরো ৬ টি মামলা রয়েছে। এছাড়া তিনি আরও জানান গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে তাদের সহযোগীদের সহায়তায় বাসে অগ্নিসংযোগ, জনসমাবেশে পেট্রোল নিক্ষেপ করা সহ দেশদ্রোহী ও নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ২০১৩ সাল হতে বিভিন্ন এলাকায় নানা ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ছত্রছায়ায় থেকে টেন্ডারবাজিসহ নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করত তারা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.