স্বপন বিশ্বাস, শালিখা মাগুরা প্রতিনিধিঃ টানা বৃষ্টি আর ঝড়ে ধান ক্ষেত যখন পানিতে, শ্রমিক সংকট তখন চরমে। যার ফলে ফলে ধান নিয়ে মহা বিপদে শালিখাসহ মাগুরার ধান চাষি।
শ্রমিক মজুরি এক হাজার থেকে এক হাজার দু'শত টাকা হলেও শ্রমিক সংকট ভয়াবহ পর্যায়ে। এ কারণে এ বছর মহিলা কৃষকের সংখ্যা অনেক বেড়ে গেছে। বলা চলে এক প্রকার বাধ্য হয়েই প্রায় প্রতিটি পরিবারের মহিলারা পুরুষের সাথে মাঠে নেমে কাজ করছে। ধান কাটা, বিছালী বাধা মাড়ায়, উড়ানো, শুকানোসহ কম বেশি সব কাজেই উঠে পড়ে লেগেছে এই নারী কৃষকরা। উপজেলার তালখড়ি, ধনেশ্বর গাতি, থৈ পাড়া,বাহির মল্লিকা, দীঘল গ্রাম গোবিন্দ পুর বরই চারা, সাংদা গ্রামের মধ্যে দিয়ে চলার পথে দেখা যায়, এমন দৃশ্য।
সাত নুফুরিয়া কৃষক মোঃ মইনুল হোসেন বলেন, আমাদের এলাকায় এমনিতেই নারীরা কৃষি কাজের অংশীদার। তবে এ বছর বিপদের কারণে রেকর্ড পরিমাণ বেশি কাজে যুক্ত হয়েছে। তিনি আরও বলেন, এ বছর রোজার কারণে ধান কাটতে বিলম্ব করেন। আর এট মধ্যে শুরু হয়ে যায় বর্ষা। এতে,প্রায় ২৫ শতাংশ ফসল নষ্ট হয়ে গেছে। বৃদ্ধি পেয়েছে দুর্ভোগ। তবে বর্তমান সময় আবহাওয়া সাভাবিক থাকায় তাদের সারা বছরের খাবার ঘরে তুলতে রাতদিন পরিশ্রম করে যাচ্ছে কৃষক।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.