সানোয়ার আলম সানু : যশোরের একটি প্রতিষ্ঠানের নাম ‘জাহাঙ্গীর ওয়েল্ডিং ওয়ার্কসপ’ যার মালিক বা স্বত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলম। ৫০ ছুই ছুই বয়সে তিনি নিজেই টেকনিশিয়ান। নিজ সন্তান ও কর্মচারীদের তার মতো করে টেকনিশিয়ান হিসাবে গড়ে তুলতে তিনি নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জাহাঙ্গীর আলম’র দোকান ‘জাহাঙ্গীর ওয়েল্ডিং ওয়ার্কসপ’। তার ব্যবসা প্রতিষ্ঠান যশোর শহরের প্রধান সড়ক আর.এন রোডস্থ নতুন বাজারের দক্ষিণ পাশের নলডাঙ্গা রোডে অবস্থিত। এই রোডে একটি মার্কেটে তার এই ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে তেমন যন্ত্রাংশ না থাকলেও নিজস্ব পদ্ধতিতে ‘ডিজেল অয়েল ক্লিনার ফিল্টার মেশিন’ এর সূচনার বিকাশ ঘটিয়েছেন। তিনি নিজের মেধাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন এই ‘ডিজেল অয়েল ক্লিনার ফিল্টার মেশিন’। মেশিনটি তৈরি করতে প্রায় ১৬ হাজার টাকা ব্যয় হয়েছে এবং ১টি মেশিন তৈরি করতে তার ৩ দিন সময় লেগেছে। এই মেশিনটির মুল কাজ হচ্ছে ডিজেল তেলে জমে থাকা ময়লা বা গাঁদ পরিস্কার করা। যে সমস্ত গাড়িতে কার্বোটার ময়লা বা গাঁদ জমে জাম খেয়ে যাই সেই কার্বোটারকে রক্ষা করায় এই ‘অয়েল ক্লিনার ফিল্টার মেশিন’র মূলত: কাজ। যা এক বছর পরে আবার মেশিনের ভেতরের শুধুমাত্র শোষন ফিল্টার পরিবর্তন করলে যুগ যুগ ধরে ব্যবহারযোগ্য এই মেশিন। ভেতরের ফিল্টারের খুব সীমিত দাম। এক থেকে দুই শত টাকার মধ্যে। এটি বহনযোগ্য এবং যে কোন স্থানেও ব্যবহারযোগ্য। বিশেষ করে জরুরি চলাচলে। বর্তমানে এই মেশিনগুলি ব্যবহার উপযোগী মনে করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.