নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১০ জন আহত হন।
মঙ্গলবার (৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ী এলাকায় এ সংঘর্ষ হয়।
নিহত দুই ব্যক্তি হলেন, উপজেলার চরদৈতরকাঠি গ্রামের হাসেম মোল্যার ছেলে আকিদুল মোল্যা (৪৬) ও একই গ্রামের মোসলেমের ছেলে খায়রুল (৪৫)। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মোহাম্মদ মোস্তফা জামান সিদ্দিক ও আরিফ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় দুই ব্যক্তি নিহত হন। নিহত দুজনই মোস্তফার সমর্থক বলে জানা যায়।
মোহাম্মদ মোস্তফা জামান সিদ্দিক জানান, গোহাইলবাড়ি বাজারের পাশেই আমাদের বাড়ি ঈদের দিন আমাদের কয়েকজন বাজারে চা খেতে যায়। এ সময় আরিফের লোকজন ৮/১০টি মোটরসাইকেল নিয়ে বাজারে এসে অতর্কিত হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রে আঘাতে আমার ভাইসহ বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে দুজন মারা যান।
তিনি এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
অন্যদিকে আরিফুর হোসেন জানান, ঈদের আগের দিন মোস্তফার সমর্থকরা আমার লোকদের ওপর হামলা করে। এ কারণে আমাদের এলাকার লোকজন একত্রিত হয়ে গোহাইলবাড়ি বাজারে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. খালেদুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। আমরা মৃত অবস্থায় তাদের পেয়েছি।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর বলেন, পরিবেশ শান্ত করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.