এস এম মহিদার রহমান, সাতক্ষীরা: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহণ করেছে সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (৩০ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে সমিতির কার্যালয়ে এ দায়িত্বভার গ্রহণ করেন নব-গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। এসময় নব-গঠিত আহবায়ক কমিটিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন বাস মালিক ও বাস শ্রমিক নেতৃবৃন্দ। গত ২৬ এপ্রিল সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রে মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত ০৫.৪৪.৮৭০০.০১২.১৬.০০১.২২-১৪৭ নং স্মারকে অনুমোদিত ১১ সদস্য বিশিষ্ট নব-গঠিত সাতক্ষীরা জেলার বাস-মিনিবাস মালিক সমিতির আহবায়ক কমিটি।
উল্লেখ্য জেলার ৬৪ জন বাস মালিকের আবেদনের প্রেক্ষিতে বাস-মিনিবাস মালিক সমিতির কার্যক্রম পরিচালনা, সমিতিভূক্ত বিভিন্ন রুটে সুশৃঙ্খলভাবে বাস-মিনিবাস চলাচল নিশ্চিত করা এবং দ্রুত সময়ের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে কমিটি গঠনের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এ আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন। দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন আহবায়ক কমিটির আহবায়ক ছাইফুল করিম সাবু, সদস্য সচিব মো. গোলাম মোর্শেদ, শেখ জাহাঙ্গীর হোসেন, মো. আবু নাছের কলারোয়া, মো. শাহিন হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন ঝাউডাঙ্গা, মো. শহিদুল ইসলাম কালু, এ.কে.এম মোতাহারুল হক সজল, শেখ আলমগীর হোসেন, শাহাজান কবীর প্রমুখ। নব-গঠিত এ আহবায়ক কমিটিকে দায়িত্বভার দেওয়ায় সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ মো. নজরুল ইসলাম এবং বাস মালিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.