আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ভেরা গাইরিচ নামের এক সাংবাদিক নিহত হয়েছেন।
বিবিসি জানায়, ওই সাংবাদিক রেডিও লিবার্টির কর্মী ছিলেন। রেডিও স্টেশনের পক্ষ থেকে ভেরা গাইরিচের নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়।
এক বিবৃতিতে রেডিও স্টেশনের পক্ষ থেকে জানানো হয়, যে ভবনে ভেরা গাইরিচ বসবাস করতেন, সে ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ সময় তিনি বাড়িতে ছিলেন। তিনি ছিলেন, দয়ালু ও প্রকৃত পেশাদার ব্যক্তি।
এক ফেসবুক পোস্টে তার সহকর্মী আলেকজান্ডার ডেমচেঙ্কো লেখেন, ‘চমৎকার একজন লোক চলে গেলেন।’
রেডিও স্টেশনটি যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠান। এটি ইউরোপে ফ্রি ইউরোপ নামেও পরিচিত।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.