জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ এপ্রিল ২৯, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1692 বার
বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে শৃঙ্খলা বাহিনীসহ এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি’র এডভোকেট শওকত আলী, ভালুকা উপজেলা, ভাইস চেয়ারম্যান, রফিকুল ইসলাম (পিন্টু), সহকারী (ভূমি), কমিশনার আব্দুল্লাহ আল বাকিউল, ভালুকা থানা ইনচার্জ ওসি কামাল হোসেন, ওসি হাইওয়ে পুলিশ, ওসি ট্রাফিক পুলিশ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ, বাজার কমিটির সভাপতি ও সেক্রেটারি, এবং সাংবাদিক বৃন্দ। এসময় যানজট নিরসন, বাজার মনিটরিং এবং আসন্ন ঈদুল ফিতর সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে আলোচনা করা হয়।