জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ এপ্রিল ২৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 7303 বার
বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভালুকায় আরো ৪৫ গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ ঘর। যাদের নেই আশ্রয়। ২৬ এপ্রিল (মঙ্গলবার) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্রদের জন্য নির্মিত ঘরের চাবী ও জমির মালিকানার কাগজপত্র হস্তান্তর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এটি তৃতীয় ধাপে অসহায় ভূমিহীন পরিবার সদস্যদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুম মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ইউএনও জানান, প্রধানমন্ত্রীর অঙ্গিকার “মুজিব বর্ষে একজন মানুষও গৃহহীন থাকবেনা”সেই লক্ষ্যে এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়নে দখলদারদের হাত থেকে নানা রকম প্রতিকুলতার মাঝে বাঁধা বিপত্তি পেরিয়ে প্রায় ৮০ কোটি টাকা মূল্যের ১০০ একর জমি উদ্ধার করে গৃহহীনদের জন্য ঘর নির্মান করা হয়। যা গেল বছর দুই ধাপে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গৃহহীন ২৭৯ জনকে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ ২৭৯ টি ঘর উপহার দেয়া হয়। আজ ২৬ এপ্রিল (মঙ্গলবার) তৃতীয় ধাপে আরও ৪৫ জনসহ মোট ৩২৪ জন হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত অসহায় মানুষকে এই উপহার দেয়া হচ্ছে। সেই সাথে গৃহহীন মানুষ যাতে সুন্দর ভাবে বসবাস করতে পারে সেই জন্য তাদের ঘরগুলো টেকসই ও মনমোগ্ধকর করে, ঘরে বিদ্যুৎ, রাস্তা, স্যানিটেশন ও সুপেয় পানিসহ সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল ও ওসি কামাল হোসেন প্রমুখ।