রবিউল ইসলাম: ঝিনাইদহের মহেশপুরের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে মহেশপুরে ৭০টি ভ‚মিহীন অহসায় পরিবার পেলো মাথা গোজার ঠাই। সেই সাথে ৭০টি ভ‚মিহীন অহসায় পরিবারকে দেওয়া হলো জমির দলিলও।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ভ‚মিহীন অহসায় পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে জমির দলিল ও ঘর বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর ও জমির দলিল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক সীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তালেব,ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল,পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজি আব্দুস সাত্তার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.