গ্রামের সংবাদ ডেস্ক : প্রচণ্ড গরমে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের বাসিন্দাদের জীবন ওষ্ঠাগত। তবে সহসাই গরম কমার কোনো সম্ভাবনা নেই। দেশের বিভিন্ন স্থানে চলমান এই তাপদাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৬ এপ্রিল) আবহাওয়া অফিসের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সিলেট ও ময়মনসিংহ ছাড়া ঢাকাসহ যেসব এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও আকাশ মেঘলা হলে ছিটেফোঁটা বৃষ্টিরও সম্ভাবনা আছে। তবে এতে ভ্যাপসা গরম কমবে না।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী ও ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়। এটি এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা।
এছাড়া, অন্যান্য বিভাগীয় শহরের মধ্যে ঢাকায় ৩৬, ময়মনসিংহ ৩৪, চট্টগ্রামে ৩৩.৭, সিলেটে ৩৩.৫, রংপুরে ৩৪.৮, খুলনায় ৩৯.৩ এবং বরিশালে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপদাহের বিষয়ে আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, পাবনা, যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলে তীব্র তাপপ্রবাহ, বরিশাল, পটুয়াখালী, দিনাজপুর ও রাঙামাটি অঞ্চলসহ ঢাকা বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সিলেট ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে। ফলে আগামী দুই থেকে তিনদিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.