আন্তর্জাতিক ডেস্ক : সুদানের দারফুরে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে একদিনে কমপক্ষে ১৬৮ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় রবিবার পশ্চিম দারফুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দেশটির জেনারেল কো-অর্ডিনেশন ফর রিফিউজিস অ্যান্ড ডিসপ্লেসড ইন দারফুর-এর মুখপাত্র অ্যাডাম রিগ্যাল বলেন, গত শুক্রবার থেকে পশ্চিম দারফুরের ক্রিংক অঞ্চলে নতুন সহিংসতার সূত্রপাত হয়।
স্থানীয় দুই আদিবাসীকে হত্যার প্রতিশোধ হিসেবে সশস্ত্র আদিবাসীরা অ-আরব মাসালিত সংখ্যালঘুদের গ্রামগুলোতে হামলা চালায়। এরপরই চারিদিকে সহিংসতা ছড়িয়ে পড়ে।
সহিংসতায় শুক্রবার কমপক্ষে আটজনের মৃত্যু হয়। আর গত রবিবার কমপক্ষে ১৬৮ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সাংবাদিকদের মাসালিত গোষ্ঠীর এক আদিবাসী নেতা বলেন, পশ্চিম দারফুরের প্রাদেশিক রাজধানী জেনাইনা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরবর্তী ক্রিংক অঞ্চলে বেশ কয়েকটি মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.