আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৫৩৬ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যু হয়েছে ৬২ লাখ ৪১ হাজার ৮৬৫ জন। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৮ হাজার ১৯৩ জন। এতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৯০ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন। রবিবার (২৪ এপ্রিল) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৬৬৫ জন এবং মারা গেছেন ১৫৩ জন। রাশিয়ায় মৃত্যু ১৭১ জন এবং আক্রান্ত ৮ হাজার ৮২৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১৭ হাজার ৯৮৭ জন এবং মৃত্যু ৭৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৭৫ হাজার ৪১৪ জন এবং মৃত্যু ১৫১ জন। জাপানে আক্রান্ত ৪২ হাজার ৮০৮ জন এবং মৃত্যু ৫৬ জন। ফ্রান্সে আক্রান্ত ৮০ হাজার ৫৭১ জন এবং মৃত্যু ৭৫ জন। থাইল্যান্ডে আক্রান্ত ২০ হাজার ৫২ জন এবং মৃত্যু ১২৯ জন। ব্রাজিলে মৃত্যু ৪৫ জন এবং আক্রান্ত ৬ হাজার ৯৫৭ জন। ভারতে মৃত্যু ৩৪ জন এবং আক্রান্ত ২ হাজার ১০৯ জন। এ ছাড়া তুরস্কে ১৬ জন, ইতালিতে ১৪৩ জন, কানাডায় ২৪ জন, ইরানে ২২ জন, গ্রিসে ২৮ জন, দক্ষিণ আফ্রিকায় ১২ জন, পোল্যান্ডে ২২ জন, ফিলিপাইনে ৬১ জন, মেক্সিকোতে ২৭ জন এবং ইন্দোনেশিয়ায় ২৭ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.