এবিএম রাজিব ঃ দীর্ঘ ৪০ বছর পর তোমাদের সাথে মিলিত হয়ে আজকে তোমাদের উদ্দেশ্যে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। আনন্দে আবেগে আপ্লুত হয়ে বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ রুহুল কুদ্দুছ আরও বলেন, ৪০ বছর পর যে তোমরা আজ একত্রিত হয়ে আমাদেরকে স্মরণ করেছো তাতে মনে হচ্ছে আমরা যেন আমরা ৪০ বছর আগে ফিরে গেছি। ২২ এপ্রিল বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮২ ব্যাচ ”বন্ধু ফাউন্ডেশন-১৯৮২” কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার অনুষ্ঠানে সাবেক শিক্ষক মোঃ রুহুল কুদ্দুছ একথা বলেন।
বুরুজ বাগান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ”বন্ধু ফাউন্ডেশন-১৯৮২” এর সভাপতি মোঃ ইসরাইল হোসেনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলহাজ¦ মোঃ আজিজুর রহমান, মোঃ আনিছুর রহমান, মোঃ রুহুল কুদ্দুছ, আলহাজ¦ মোঃ তৈয়ুবুর রহমান তিনি অসুস্থ্য থাকায় তার পক্ষে মোঃ সরোয়ার হোসেন, বন্ধু ফাউন্ডেশন-১৯৮২এর উপদেষ্টা মোঃ জালাল উদ্দিন প্রমুখ। এছাড়া আলোচনায় অংশ নেন বন্ধু ফাউন্ডেশন-১৯৮২এর উপদেষ্টা সদস্য নাসিমুল হক শিল্পী, সোহেল রেজা লাল্টু, সহ-সভাপতি হাফিজুল হক ঝন্টু, মুনছুর আলী, সাধাধরণ সম্পাদক মমিনুর রহমান, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল মুননাফ, প্রচার সম্পাদক আঃ ওহাব, সদস্য নওশের আলী, আমিনুজ্জামান আমিন প্রমুখ। অনুষ্ঠনের শুরুতে সভাপতির স্বাগত বক্তব্যের পরই সাবেক ০৪ জন শিক্ষককে ক্রেস্ট ও ঈদ উপহার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.