বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পূর্ব শত্রুতার জেরে শাহিন (৩০) নামে এক যুবকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। ঘটনার রাতে মডেল থানার ওসি ও তদন্ত ওসিসহ গুরুতর আহত অবস্থায় শাহিনকে উদ্ধার করে ভালুকা হাসপাতালে ভর্তি করেন । ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে। উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ডাকাতিয়া দক্ষিন পাড়া গ্রামে। উক্ত ঘটনায় শাহিনের মামা মো. নুরুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নম্বর-৩৩/১৫/২০২২ই।পরে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে আহত শাহিন আলমকে উদ্দেশ্যেই কুপিয়ে ছিলো। ঘটনা জড়িতরা হলেন। উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোড়া গ্রামের রাসেল( ৩০) রুবেল (৩৪) উভয়ের পিতা- মৃত: রিয়াজ সিকদার। শাহিন( ৩২) আতিকুল(৩৬) উভয়ের পিতা- হেলাল উদ্দিন সর্ব সাং বাটাজোর ছাতিয়ারচালার জয় (২৬) রিজয় (২৪) উভয়ের পিতা-রফিকুল ইসলাম উভয় সাং গিলারচালা হাসমত আলী(৩৬)পিতা-লাল মিয়া,সোহেল ড্রাইভার(২৮)পিতা-মোহর আলী,উভয় সাং বাটাজোর,আশিক (২৫), পিতা- মজিবর রহমান সাং হোসেনপুর, সওদাগর (৪০) পিতা-মৃত: নব্বেছ আলী সিকদার সাং বাটাজোর ছাতিয়ারচালা,সেলিম (৪৫) পিতা-মৃত: আঃ খালেক, সাং ডাকাতিয়া, সর্ব থানা-ভালুকা, রুবেল (২৮) পিতা- অজ্ঞাত সাংফুলঝুড়ি থানা সখিপুর। ভালুকা থানাধীন গিলারচালা পুকুর পাড়ে ১৫ এপ্রিল শুক্রবার রাত আনুমানিক আটটার দিকে দুই তিনজন বন্ধু মিলে গল্প করছিলাম। এমন সময় পূর্ব পরিকল্পিত ভাবে ১২ থেকে ১৪ জনের সংঘবদ্ধচক্রটি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে সাথে থাকা বন্ধুরা বাধা দিতে গেলে তাদেরকে আঘাত করলে তারা দৌড়ে চলে যায়। তারা হত্যার উদ্দেশ্যে এলোপাথারি চাইনিজ কুড়াল দিয়ে আমাকে কুপিয়ে রক্তাক্ত ও জখম করে। শাহিনের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তারা শাহিনের সাথে থাকা নগত ৫০৩০০। টাকা, একটি রেডমি মোবাইল সেট ও ফার্স মডেলের একটি মোটরসাইকেলসহ নিয়ে পালিয়ে যায়।পরে স্থানীয়রা ভালুকা থানায় পুলিশকে খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে রাতেই ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি করে। ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে সাথে সাথেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করেন। ডাক্তার জানান, শাহিনের পিঠে সেলাই দেওয়া হয়েছে আর দুপা ভেঙ্গে গেছে বলে ধারনা করছেন ডাক্তাররা।তবে এক্সরে না করা পর্যন্ত সঠিক ভাবে বলতে পারছেন না তারা। বর্তমানে গুরুতর জখম শাহিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।তবে শাহিনের অবস্থা আশঙ্কা জনক বলেও জানান তিনি। হাসপাতাল সুত্রে জানা যায় গুরতর জখম শাহিনের পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে।তার পিঠে সেলাই দেওয়া হয়েছে।
বিবাদীর বক্তব্য নেওয়ার জন্য মোবাইলে যোগাযোগ করিলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, এঘটনায় মামলা হয়েছে তদন্ত চলমান রয়েছে এবং যারাই এঘটনার সাথে জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এছাড়াও তাদের সঙ্গে দীর্ঘ দিন ধরেই শাহিনের বিরোধ চলে আসছিল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.