ঢাকা অফিস : প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্তেই কোভিড পরিস্থিতিতেও দেশের অর্থনীতি গতিশীল রয়েছে বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার (১৫ এপ্রিল) ঢাকা পীরগঞ্জ (রংপুর) সমিতি কর্তৃক আসাদগেটস্থ ফ্যামিলি ওয়ার্ল্ডের গ্র্যান্ড হলে আয়োজিত ‘ইফতার মাহফিল-২০২২’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশের সব পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার পাশাপাশি কোভিডের বিরূপ পরিস্থিতি মোকাবিলায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রণোদনারও ব্যবস্থা করেছেন তিনি।
স্পিকার বলেন, পীরগঞ্জবাসী প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক সুনজরে রয়েছে। তাই এ জনপদের জীবনমান উন্নয়নসহ সব ধরণের কল্যাণমূলক কর্মকাণ্ড পরামর্শক্রমে পূরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
পীরগঞ্জ (রংপুর) সমিতির সভাপতি আ ন ম আল ফিরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীনুর ইসলামের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার এস এম গোলাম মোস্তফা এবং সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সমিতির প্রাক্তন সভাপতি জাহাঙ্গীর আলম এবং প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সেলিমা খাতুন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.