রাসেল আহমেদ,খুলনা ব্যুরো:প্রায় ১৫ বছর পর দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক। রবিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান পারভেজ মল্লিক। তাকে কেন্দ্রীয় ও খুলনার বিএনপি'র নেতাকর্মী ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
এ সময় তেরখাদা, রুপসা ও দিঘলিয়া থেকে হাজারো জনতা সেখানো উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা জানিয়েছেন,পারভেজ মল্লিক রাজনৈতিক প্রতিহিংসা, মামলা ও বিগত আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার হয়ে বিগত ২০১০ সালের ২৩ জুন দেশ ছেড়ে লন্ডনে পাড়ি জমান । প্রবাসে থেকেও বিগত বছরগুলোতে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রবাসে জনমত গঠন ছাড়াও বাংলাদেশে আওয়ামী অপশাসণের বিরুদ্ধে আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং তার নিজ এলাকা খুলনার মানুষের পাশে থেকে নানাভাবে শক্তি, সাহস ও সহযোগিতা করেছেন নেতাকর্মীরা।
তারা আরো বলেন, বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিরোধী প্রতিটি আন্দোলনে পারভেজ মল্লিক আমাদের বুদ্ধি, পরামর্শ, সাহস, অর্থ দিয়ে নেতৃত্ব দিয়েছেন। বিদেশের মাটিতে থেকেও তিনি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তাই ৫ আগস্ট পরবর্তী বিজয়ে পারভেজ মল্লিকের স্বদেশ প্রত্যাবর্তন প্রতিটি জাতীয়তাবাদী চেতনার সৈনিকের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।পারভেজ মল্লিক বলেন, তারুণ্যের অহংকার এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বিগত দিনে আমাদের আন্দোলন ছিল মূলত: বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার পতন, গণতন্ত্র পুণ:প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়া। আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। দেশের মানুষের ভোটাধিকার ফেরানোর মাধ্যমে আন্দোলনের পূর্ণতা পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.