নড়াইল প্রতিনিধিঃ প্রতিবছর শীত মৌসুমে বিভিন্ন দেশ থেকে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসে নড়াইলের অরুণিমায়। এ বছরও তার ব্যাতিক্রম ঘটেনি৷ শীতের হাওয়া বইতেই পরিযায়ী পাখিদের আগমন ঘটেছে অতিথি পাখি আর দেশি পাখি মিলে অরুণিমা এখন পাখিদের আপন রাজ্যে পরিনত হয়েছে। হরেক রকম পাখি দেখতে ভিড় করছেন দেশ-বিদেশের দর্শনার্থীরা।
জানা যায়, ২০০৯ সালে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পানিপাড়া গ্রামে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠে অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব৷ অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে দ্রুতই দর্শনাথীদের মনে জায়গা করে নেয় এই পার্ক। ৫২ একর জায়গাজুড়ে বিস্তৃত পার্কের প্রকৃতিক সৌন্দর্যের মধ্যে অন্যতম হলো হাজার হাজার পাখির রাজত্ব। পুরো এলাকা জুড়ে চোখে পড়বে বক, হাঁসপাখি, পানকৌড়ী, শামুকখোল, কাচিচোড়াসহ বিভিন্ন দেশি-বিদেশি প্রজাতির পাখি। বিকাল থেকে সূর্য যত পশ্চিমের দিকে গড়িয়ে পড়ে পাখিদের আনাগোনা তত বাড়তে থাকে। সন্ধ্যা নামতেই পাখির কলতানে মুখরিত থাকে পুরো এলাকা। ভোর হলেই বেশির ভাগ পাখি উড়ে চলে যায় খাবারের সন্ধ্যানে, বিকাল হলেই আবার ফিরে আসে চিরচেনা গন্তব্যে। হাজার হাজার অতিথি পাখির কলতান ভ্রমন পিয়াসিদের মনে জায়গা করে নিয়েছে।
ঢাকা থেকে পাখি দেখতে আসা ইয়াসমিন রব্বানী বলেন, 'এতো পাখি, এতো পাখি, আমি আসলে এর আগে কোথাও দেখিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা পাখি দেখেছি। তবে এটার সঙ্গে তুলনা করা যাবে না। এটা একটা বিশাল এলাকাজুড়ে। নৌকায় করে পাখির কাছে গিয়ে পাখি দেখার সৌভাগ্য আমার এর আগে কখনো হয়নি।'
পাখি দেখতে আসা হুমায়ুন কবীর বলেন, সকালে যখন বের হলাম, দেখলাম, পাখিগুলো সব উড়ে যাচ্ছে। আমি বেশ অবাক হয়ে দেখলাম, তারা খুব সুন্দর করে দলবেঁধে উড়ে যাচ্ছে। একটার সঙ্গে আরেকটা জড়িয়ে যাচ্ছে না। বিকেলে আবার দেখলাম, পাখিগুলো ফিরে এসেছে, গাছে বসতেছে। এ এক অভূতপূর্ব দৃশ্য।
রিসোর্টটির ম্যানেজার মুনিব খন্দকার বলেন, এটি একটি প্রকৃতি ভিত্তিক রিসোর্ট। এখানে সারাবছর দেশি পাখি থাকে। আর আট থেকে নয় মাস পরিযায়ী পাখিরা থাকে। দেশ-বিদেশ থেকে এখানে পাখি দেখতে আসে মানুষ। আমরা পাখিদের নিরাপত্তা দিয়ে থাকি। রিসোর্টের ভিতরে এবং বাইরে পাখির নিরাপত্তায় পাহারাদার বসানো হয়। মূলত, নিরাপত্তার কারণে এখানে পাখির আবাসস্থল গড়ে উঠেছে। এ কাজে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মহল আমাদের সহায়তা করে। তবে সরকারিভাবে পাখি সংরক্ষণের জন্য অর্থনৈতিক সহযোগিতা পেলে আমাদের জন্য কাজটি আরো সহজ হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.