ঝিনাইদহ প্রতিনিধিঃ এতো শীত এলো গেলো ইরাম করে কম্বল কেউ দিইনি, শীতির কম্বল পেয়ে রাতি ওমে হবেনে, ভালো করে ঘুমতি পারবানে-দূর্বার সংগঠনের কম্বল পেয়ে কথা গুলো বলছিলো বংকিরা গ্রামের প্রতিবন্ধী সায়েম সরদার ওরফে মেছের।
ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের তরুণ্যের অরাজনৈতিক সামাজিক সংগঠন দূর্বার এর উদ্যোগে আশিটি দরিদ্র ব্যক্তির পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করে। কম্বল পেয়ে বংকিরা, হাজরা, গোবিন্দপুর গ্রামের এ সকল সহজ- সরল মানুষের মুখে হাঁসি ফুটে ওঠে।শুক্রবার সকাল দশটায় স্কুল মাঠে ক্রীড়া ব্যক্তিত্ব আলহাজ্ব হায়দার আলীর সভাপতিত্বে কম্বল বিতরণ আয়োজনে স্বাগত বক্তব্য দেয় সংগঠনের সভাপতি সাজ্জাদুল হক রকি। উপস্থিত ছিলেন প্রতিভাস ঝিনাইদহের পরিচালক সাকিব মোহাম্মদ আল হাসান, বংকিরা পুলিশ ক্যাম্পেন ইনচার্জ আলমগীর হোসেন উপদেষ্টা সদস্য আনোয়ার পাশা বিদ্যুৎ, শিক্ষক মাসুদুর রহমান, ব্যবসায়ী হামিদুর রহমান, বাউল সাধক লতিফ সাইজিসহ দূর্বার সংগঠনের সাধারণ সম্পাদক তন্ময় চক্রবর্তী, জসিম উদ্দীন,আল আমিন হোসাইন, উন্নত চক্রবর্তী, শিহাব আহমেদসহ দুর্বার এর সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহেল রানা
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.