নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের ভুমি, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শোক প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন জামায়াত আমির । স্ট্যাটাসে তিনি লিখেন, হাসান আরিফ সুনাম ও স্বচ্ছতার সঙ্গে তার পেশাগত দায়িত্ব পালন করেছেন। দেশের জন্য এবং বিশেষভাবে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচারের দাবিতে সোচ্চার ছিলেন তিনি। শফিক লিখেন- আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তায়ালা তার ওপর রহম করুন, তাকে ক্ষমা করুন এবং তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।
হাসান আরিফের শোকসন্তপ্ত পরিবার, প্রিয়জন এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তিনি লিখেন- আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। শুক্রবার বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.