আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা থানাধীন যশোর বেনাপোল মহাসড়কের মল্লিকপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছে।
নিহত টুম্পা খাতুন(২৩) কোতোয়ালি থানার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া গ্রামের রাজু আহমেদ এর স্ত্রী এবং আহত রিকশাচালক মো: আবুল হোসেন(৫০), একই গ্রামের মৃত সালামত মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায়, টুম্পা খাতুন ও তার পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়ি থেকে রিকশা যোগে নিজ বাড়ি দেয়াড়া যাওয়ার পথে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের সময় ঝিকরগাছা থানাধীন মল্লিকপুর মোড়ে রিকশায় বসে থাকা অবস্থায় যশোর নিউমার্কেট এলাকার আকবর আলীর ছেলে মোঃ কামরুল ইসলামের মালিকানাধীন যশোর-ড-১১-০৩৫৪ নং এর একটি ট্রাক এসে ধাক্কা দিলে তারা রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই টুম্পা খাতুন মারা যান এবং ভিকটিম মো: আবুল হোসেনকে স্থানীয় উপস্থিত লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের লোকজন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।
নাভারন হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রোকোনুজ্জামান বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে একজনের মৃতদেহ এবং একজনকে জীবিত উদ্ধার করি। ঘাতক ট্রাকটি আমরা জব্দ করি তবে গাড়িচালক ড্রাইভার ও হেলপার পালিয়ে গিয়েছে। এসংক্রান্ত আইনগত ভাবে রিকশা চালকের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.